আগরতলা : শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার পদত্যাগের দাবি জানালেন এন এস ইউ আই-র রাজ্য সভাপতি। রাজ্যের বর্তমান শিক্ষার বেহাল অবস্থা তুলে ধরে মন্ত্রীর ইস্তফার দাবি জানান তারা।সোমবার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে প্রদেশ এনএসইউআই সভাপতি সৌরভ কুমার শীল জানান রবিবার স্বামী বিবেকানন্দ ময়দানে বিজেপির সর্বভারতীয় সভাপতি মাধ্যমিক পাস প্রথম ১০০ জন ছাত্রীকে স্কুটি দেওয়ার ঘোষণা দেন। ট্রাফিক রুলস অনুযায়ী ১৮ বছরের নিচে যাদের বয়স তারা স্কুটি চালাতে পারবে না। একজন মাধ্যমিক পাস করা ছাত্র কিংবা ছাত্রীর বয়স ১৬ থেকে ১৭ বছর হবে। সেই জায়গায় দাড়িয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি কোন মাপ কাঠিতে মাধ্যমিক পাস করা প্রথম ১০০ জন ছাত্রীকে স্কুটি প্রদানের ঘোষণা দিয়েছেন। সৌরভ কুমার শীল এদিন অভিযোগ করেন বিজেপি ছাত্র-ছাত্রীদের বিরোধী নীতি নিয়ে চলছে। বর্তমানে কলেজ গুলিতে নেশা সামগ্রীর রমরমা চলছে। বেহাল অবস্থায় পরিণত হয়েছে শিক্ষা ব্যবস্থা। তাই শিক্ষা ক্ষেত্রের বেহাল অবস্থার দায় মাথায় নিয়ে শিক্ষা মন্ত্রীর পদ থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানান সৌরভ কুমার শীল। এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে সরব হন এন এস ইউ আই সভাপতি।
শিক্ষা ব্যবস্থার ছিত তুলে ধরে দপ্তরের মন্ত্রীর পদত্যাগ দাবি এনএসইউআই-র
9