চৈত্র মেলার জন্য ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে ফর্ম বিলি করা হয়

আগরতলা : প্রতিবছর চৈত্র মাসে রাজধানীতে বসে চৈত্র হাট। ক্ষুদ্র ব্যবসায়ী এমনকি অনেক বেকাররা অপেক্ষায় থাকেন চৈত্র হাটের জন্য। প্রায় ১৫ দিন চলে রাজধানীর শকুন্তলা রোড সহ আশপাশ জায়গায় চৈত্র মেলায় রকমারি পসরা নিয়ে বসেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।প্রতি বছরের মতো এবছরও চৈত্র মেলা উপলক্ষ্যে রাজধানীর শকুন্তলা রোড এলাকায় ৩ শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীকে ব্যবসা করার সুযোগ দেবে আগরতলা পুর নিগম। তার জন্য বুধবার আগরতলা পুর নিগমের কার্যালয় থেকে ফর্ম বিতরণ করা হয়। পুর নিগমের অফিস থেকে ফর্ম সংগ্রহ করার জন্য মঙ্গলবার রাত থেকে পুর নিগমের অফিসে ভিড় জমান ক্ষুদ্র ব্যবসায়ীরা। এইদিন ফর্ম বিতরণ শুরু হওয়ার পর পুর নিগমের অফিস চত্বরে ক্ষুদ্র ব্যবসায়ীরা একটা সময় উত্তেজিত হয়ে পড়েন। পরবর্তী সময় নিগমের মেয়র দীপক মজুমদার ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে কথা বলেন। নিগমের মেয়র দীপক মজুমদার জানান প্রভাবিত হওয়ার কোন কারন নেই। যে জায়গা রয়েছে সেই জায়গায় যতজনকে সম্ভব ব্যবসা করার সুযোগ দেওয়া হবে। সকলের আশা প্রতিবারের মতো এবারো মেলায় ভালো বিক্রি হবে।

Related posts

মেয়র ঘুরে দেখলেন অভয়নগর এলাকায় সৌন্দর্যায়নের কাজ চলা দুটি পুকুর

অল ত্রিপুরা সমগ্র শিক্ষা মিনিস্টেরিয়াল স্টাফস অর্গানআইজেশন অভিনন্দন জানাল সরকারকে

৮ দফা দাবিতে জল সম্পদ দপ্তরের মুখ্যবাস্তুকারের অফিসে স্মারকলিপি কৃষকসভার