বকেয়া বেতনের দাবিতে ফের বিক্ষোভ বিদ্যুৎ নিগমের অধীন একটি বেসরকারি সংস্থার কর্মচারীদের

আগরতলা : বকেয়া বেতনের দাবিতে ফের বিক্ষোভ বিদ্যুৎ নিগমের অধীন একটি বেসরকারি সংস্থার কর্মচারীদের। তারা সংশ্লিষ্ট অফিসের সামনে বিক্ষোভ দেখায়। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের অধীন বর্তমানে একাধিক সংস্থা কাজ করছে। এই সংস্থা গুলির মধ্যে একটি হল এ.আর.কে.আই প্রাইভেট লিমিটেড। এআরকেআই প্রাইভেট লিমিটেডের অধীন জুনিয়র অপারেটর ও টেকনিক্যাল এসিস্টেন্ট পদে কর্মরত রয়েছে ৬৪০ জন কর্মী। তাদেরকে নিয়মিত বেতন দেওয়া হয় না। অভিযোগ ৬ মাস বেতন বকেয়া থাকলে তাদেরকে এক মাসের বেতন দেওয়া হয়। তাই বকেয়া বেতনের দাবিতে বৃহস্পতিবার এআরকেআই প্রাইভেট লিমিটেডের জুনিয়র অপারেটর ও টেকনিক্যাল এসিস্টেন্টরা জয়নগরস্থিত সংস্থার অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। তাদের অভিযোগ বর্তমানে তাদের ছয়মাসের বেতন বকেয়া রয়েছে। শুধু তাই নয় ইপিএফ এবং ইএসআই-র সুবিধাও তাদেরকে প্রদান করা হয় না। তাই তারা এদিন সংস্থার অফিসের সামনে বিক্ষোভে সামিল হয়েছে।

Related posts

Govt provides 16,942 jobs since 2018: CM

মন কি বাত এর মাধ্যমে মানুষের সাথে সংযোগ স্থাপন করেন প্রধানমন্ত্রী: মুখ্যমন্ত্রী

মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সিপিআই-র বিক্ষোভ কর্মসূচী