বিরোধী দলনেতার স্বাধিকার ভঙ্গের নোটিশ খারিজ বিধানসভায়

আগরতলা : জাত ইস্যুতে বিধানসভার বাজেটের বাকি দিন গুলি বয়কট করলেন বাম বিধায়করা। জাত ইস্যুতে সরগরম বাজেট অধিবেশনের চতুর্থ দিন। পরিষদীয় মন্ত্রী রতন লাল নাথের বিরুদ্ধে ২৫ মার্চ স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছিলেন বিরোধী দলনেতা। বুধবার এই বিষয়টি উথাপন হয়। এদিন অধ্যক্ষ জানান মন্ত্রী রতন লাল নাথ স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছেন। তবে একটিই গ্রহণ করা হবে। এক্ষেত্রে বিরোধী দলনেতার আগে নাকি মন্ত্রী নোটিশ জমা পড়েছে।তাই বিরোধী দলনেতার নোটিস খারিজ করে দেওয়া হয়েছে। এর প্রতিবাদ জানান বাম বিধায়করা। তারা এদিন ওয়েলে নেমে বিক্ষোভ দেখান এবং বয়কট করেন অধিবেশন। পরে সাংবাদিকদের মুখোমুখি হন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। অধিবেশনের পরবর্তী দিনগুলো বয়কট করেছেন সিপিআইএম বিধায়করা। জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এদিন বিধানসভায় নিজ কক্ষে সাংবাদিক সম্মেলন করে অধ্যক্ষের ভূমিকার সমালোচনা করেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। তিনি ক্ষোভ উগরে মন্তব্য করেন, ত্রিপুরার বিধানসভার ইতিহাসে কলঙ্কময় দিন ২৬ মার্চ। দিন দুপুরে অমাবস্যা নামার মতো ঘটনা ঘটেছে। তিনি বলেন, মঙ্গলবার বিরোধী দলনেতার স্বাধিকার ভঙ্গের নোটিসের পরে ট্রেজারি বেঞ্চের টনক নড়েছে। মঙ্গলবার সেশন শেষ হওয়ার পরে বিধানসভায় রাত ১০ টা অবধি জালিয়াতি হয়েছে।বিরোধী দলনেতা সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, বিধানসভায়ও গণতন্ত্রেরও কালো অধ্যায়। দিনদুপুরে অমাবস্যা নেমে এসেছে। অভিযোগ এতে নেতৃত্ব দিচ্ছেন বিধানসভার অধ্যক্ষ ।অথচ তিনি নিরপেক্ষ ভূমিকা পালন করার কথা.।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল