আগরতলা : ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত দুই বিদ্যুৎ কর্মী।বৃহস্পতিবার এই ঘটনা দুর্জয়নগরে।বিদ্যুৎ-র কন্ট্রোল রুমে কাজ করতে গিয়ে আহত হল এরা। আহতরা হল নির্মল রায় ও জগদা নন্দ সরকার। নির্মল রায়ের বাড়ি কালি বাজার এলাকায়। অপরদিকে জগদা নন্দ সরকারের বাড়ি দুর্জনগর কোপারেটিভ এলাকায়। তারা দুর্জয়নগর বিদ্যুৎ-র সাব স্টেশনে কাজ করতে গিয়ে আহত হয়।দুর্জয়নগর বিদ্যুৎ-র সাব স্টেশনের কন্ট্রোল রুমে কাজ করতে যান তারা। তখন আচমকা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হন। জগদা নন্দ সরকারের একটি হাত ঝলসে যায়। অপরদিকে নির্মল রায়ও আহত হয়। তাদের চিৎকার শুনে দুর্জয়নগর সাব স্টেশনে কর্মরত অন্যান্য কর্মীরা তাদেরকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর নির্মল রায়কে জিবি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। অপরদিকে জগদা নন্দ সরকার বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন।প্রশ্ন উঠছে সুরক্ষা নিয়ে কি কাজ করছিলেন না তারা? কোথায় গাফিলতি?
দুর্জয়নগরে বিদ্যুতের কন্ট্রোল রুমে কাজ করতে গিয়ে আহত দুই
29
previous post