আগারতলা : প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় তিতুন প্রথার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ কুমারী-মধুতি- রূপশ্রীকে। এবছর তাদের ৭৭ তম শহীদান দিবস পালিত হয়। চপমের তরফে রাজ্যের বিভিন্ন জায়গায় হয় শহীদান দিবসের অনুষ্ঠান। শুক্রবার সকালে সিপিএম রাজ্য দপ্তরে তিন বিরাঙ্গনাকে স্মরণ করা হয়। সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে মেলারমাঠস্থিত সিপিআইএম কার্যালয়ে দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা। উপস্থিত সকলে শহীদ বেদিতে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন ২৮ মার্চই শহীদ হয়েছিলেন কুমারি, মধুতি ও রূপশ্রী। জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেন শাসক দল মানুষের কণ্ঠস্বর স্তব্ধ করে দিতে চাইছে। এছাড়াও বিভিন্ন ইস্যুতে বিজেপির সমালোচনা করেন তিনি।
তিন বিরাঙ্গনাকে শ্রদ্ধা শপথে স্মরণ সিপিএম-র তরফে
29