আগরতলা : আগরতলার বিভিন্ন সেন্টারে শুরু হল উত্তরপত্র মূল্যায়ন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার। মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে রাজধানিরর ৪ টি বিদ্যালয়ে। অপরদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে দুটি বিদ্যালয়ে।বুধবার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডঃ ধনঞ্জয় গন চৌধুরী বিভিন্ন সেন্টারে গিয়ে উত্তরপত্র মূল্যায়নের কাজ ঘুরে দেখেন। পরে তিনি জানান ১৫ দিনের মধ্যে উত্তরপত্র মূল্যায়নের কাজ শেষ হয়ে যাবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে বড়দোয়ালী উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে। অপরদিকে মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে কামিনী কুমার সিংহ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বিজয় কুমার উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বোধজং গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও বাণী বিদ্যাপীঠ উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। সভাপতি আরও জানান চলতি মাসের শেষে কিংতবা মে মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে ফলাফল।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের উত্তর পত্র মূল্যায়ন শুরু
109
previous post