ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি ত্রিপুরা ক্যাম্পাসের এনএসএস ইউনিটের পথনাটক

আগরতলা : ড্রাগসের বিরুদ্ধে পথনাটকের মাধ্যমে সচেতনতার বার্তা।ছোট্ট ত্রিপুরা রাজ্যেও ড্রাগসের রমরমা। ড্রাগসের বাড়বাড়ন্তে উদ্বিগ্ন সচেতন মহল। যুব সমাজ ড্রাগসে আসক্ত হয়ে পড়ছে। শিক্ষিত যুবকরাও এর থেকে বাদ যাচ্ছে না। এতে ধ্বংস হয়ে যাচ্ছে একটি পরিবার। তাই ড্রাগসের বিরুদ্ধে যুব সমাজ সহ সকলকে সচেতন করতে প্রয়াস নিল ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি ত্রিপুরা ক্যাম্পাসের এন এস এস ইউনিট। বৃহস্পতিবার ইউনিভার্সিটির এন এস এস ইউনিটের তরফে সচেতনতা মূলক পথনাটক করা হয়। এদিন বিকেলে রাজধানীর রাধানগর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রদর্শিত হয় পথ নাটক।

Related posts

Tripura prioritizing sports development with major investments: CM

CM lays foundation stone for new Civil Hospital in Agartala

উত্তর বাধারঘাট বিজয় সাহার বাড়িতে বাসন্তী পূজায় রক্তদান শিবির দ্বিতীয় বছরে পড়লো