আগরতলা : ওষুধ এবং রান্নার গ্যাসের অযৌক্তিক মূল্য বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে দেশ জুড়ে জাতীয় কংগ্রেস আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। এতে রাজ্যের সকল অংশের দেশ প্রেমিক গণতান্ত্রিক মানুষকেও মূল্য বৃদ্ধির প্রতিবাদের আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। সাত শতাধিক ওষুধের পর এবার দাম বাড়ানো হয়েছে রান্নার গ্যাসের। একলাফে সিলিন্ডার পিছু দাম বাড়ানো হয়েছে ৫০ টাকা। এর তীব্র প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস। মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করেন মুখপাত্র প্রবীর চক্রবর্তী। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সহ- সভাপতি শান্তি রঞ্জন দেবনাথ, মহিলা কংগ্রেসের সভানেত্রী শর্বাণী ঘোষ চক্রবর্তী সহ অন্যরা। এদিন মুখপাত্র কেন্দ্রের মোদী সরকারের কড়া সমালোচনা করেন মূল্য বৃদ্ধি ইস্যুতে। প্রবীর বাবু এদিন বলেন, ২০১৪ সাল পর্যন্ত যে রান্নার গ্যাসের দাম ৫০০ টাকা ছিল সেই দাম এখন হাজার টাকা ছাড়িয়ে গেছে। তিনি অভিযোগ করেন বিজেপির নীতি হচ্ছে কর্পোরেট জগতকে সেবা করা। আর বিভিন্ন প্রকল্পের কথা বলে মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছে।