২৬২৪ তম মহাবীরের জন্মজয়ন্তী উদযাপন করা হয়

আগরতলা : ২৬২৪ তম মহাবীরের জন্মজয়ন্তী উদযাপন করা হয় প্রতিবছরের মতো এবারো রাজ্যে।ত্রিপুরায় বসবাসকারি জৈন সম্প্রদায়ের লোকজন জন্মজয়ন্তী পালন করে থাকেন।রাজধানীর প্যালেস কম্পাউন্ডস্থিত মহাবীর মন্দিরে যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে জৈন সম্প্রদায়ের বিপুল সংখ্যক জনগণ সামিল হয়। মহাবীর ধর্মীয় ট্রাস্টের চেয়ারম্যান তরুন কুমার জৈন জানান জৈনে ২৪ জন তীর্থঙ্কর রয়েছেন। তীর্থঙ্কর মহাবীরই শেষ ও ২৪-তম ছিলেন। জৈন ধর্ম অনুসারে, তীর্থঙ্কর মানে ‘অরিহন্ত’ যিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যত সম্পর্কে সম্পূর্ন জ্ঞান অর্জন করেছেন। তীর্থঙ্করগণ পূর্ণ ও নিখুত জ্ঞান অর্জনের পর, তারা তাদের জ্ঞানের মাধ্যমে প্রচার ও প্রসার করতে শুরু করেন এবং ধ্যান ও উপলব্ধির মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা শেয়ার করেন। জৈন ধর্ম খুবই সহজ, সরল, ব্যবহারিক এবং বিজ্ঞানসম্মত প্রমানিত তত্ত্বের উপর ভিত্তি করে অবস্থিত। বিশ্বব্যাপী অনেক বিখ্যাত দার্শনিক, বুদ্ধিজীবি এবং পন্ডিত ব্যক্তিগণ বিশ্বাস করেছিলেন এবং বলেছিলেন যে, জৈন ধর্ম বৈজ্ঞানিক এবং মানব ধর্ম।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি