ভুতুরিয়া বিদ্যুৎ নিগমের সামনে বিক্ষোভ পথ অবরোধ অস্থায়ী লাইনম্যানদের

আগরতলা : বিদ্যুৎ নিগমের অধীন ঠিকেদারের হয়ে কাজ করা অস্থায়ী লাইন ম্যানের মৃত্যু ঘিরে উত্তেজনা।সহকর্মীর মৃতদেহ নিয়ে আন্দোলনে বিদ্যুৎ নিগমের অস্থায়ী লাইনম্যানদের। অভিযোগ আন্দলনেরর নামে জিবি ও ভুতুরিয়া এলাকায় একাংশ অস্থায়ী কর্মী উশৃঙ্খলা করে। আক্রান্ত হয় বিদ্যুৎ নিগমের অধীন এক সংস্থার কর্মী।বিদ্যুৎ নিগমের অধীন একটি সংস্থার হয়ে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন তাপস নম দাস। তার বাড়ি বিশালগড়ের নেহাল চন্দ্র নগরে। চলতি মাসের ৬ তারিখ রাজধানীর অফিস লেন এলাকায় কাজ করতে গিয়ে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে গুরুতর আহত হন তাপস নম দাস। অবশেষে জিবিতে চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার তার মৃত্যু হয়। এই খবর চাউর হতেই অস্থায়ী কর্মী হিসেবে কাজ করা অন্য লাইন ম্যানদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা শনিবার বিক্ষোভ দেখিয়েছিল ভুতুরিয়ার সামনে। রবিবার জিবি হাসপাতাল মর্গ চত্বরেও ক্ষোভ ছড়ায়। ক্ষুব্ধ ঠিকেদারের অধীনে কাজ করা লাইনম্যন্রা। তাদের অভিযোগ তারা যে কাজ করেন তাতে কোন নিরাপত্তা নেই। নেই কোন নথিপত্র। পাশাপাশি মৃত তাপসের পরিবারের পাশে দাঁড়ানোর দাবি জানিয়ে ক্ষোভ জানান। অভিযোগ এক সময় আন্দোলন কারীরা সংশ্লিষ্ট ঠিকেদারকে জিবি হাসপাতাল চত্বরে আক্রমণ করেন। এতে জিবি চত্বরে উত্তেজনা ছড়ায়। পরে মৃতদেহ নিয়ে ভুতুরিয়া বিদ্যুৎ নিগমের অফিসের এসে বিক্ষোভ দেখানোর পাশাপাশি রাস্তা অবরোধ করেন। এতে দুই দিকে আটকে যায় যানবাহন। অভিযোগ সেখানে কতিপয় কর্মী উশৃঙ্খলা করার চেষ্টা করে। যানবাহনের উপরে আক্রমণের চেষ্টা করে। তারা দাবি জানান তারা যাদের অধীনে কাজ করেন সেই কর্তৃপক্ষকে সেখানে আসতে হবে।ঠিকেদারের অধীন কাজ করা অস্থায়ী লাইনম্যানদের দাবি মৃত তাপসের পরিবার যাতে সুবিচার পায়। উপযুক্ত সম্মান যাতে দেওয়া হয়। পাশাপাশি তাদের যারা বর্তমানে কাজ করছেন তাদের সুরক্ষা ভবিষ্যৎ সুরক্ষার দিকটি যাতে দেখা হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পূর্ব থানার পুলিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।

Related posts

ডম্বুরে চালু হতে পারে পর্যটকদের জন্য সি প্ল্যান পরিষেবা

ক্ষুদ্র সঞ্চয় দপ্তরে ১১ জন চাকরি প্রাপকের হাতে তুলে দেওয়া হল অফার

কংগ্রেসের মাইনোরিটি ডিপার্টমেন্টের বৈঠকে আগামী কর্মসূচী নিয়ে আলোচনা