ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ

আগরতলা : মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ ত্রিপুরা প্রদেশ।ওয়াকফ সংশোধনী আইনকে সম্পূর্ণভাবে সমর্থন করছে। এজন্য দেশের প্রধানমন্ত্রীকে সংগঠনের তরফে ধন্যবাদ জানানো হয় আইন পাসে বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ায়। রবিবার সংগঠনের তরফে আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করা হয়। উপস্থিত ছিলেন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের রাজ্য আহ্বায়ক জহির হোসেন, আমিনুল ইসলাম, জয়নাল হোসেন সহ অন্যরা। রাজ্য আহ্বায়ক বলেন, মুসলিম সমাজ উপকৃত হবেন এই আইনের মাধ্যমে। এই আইনে মুলসিম মহিলাদের ক্ষমতায়নে জোর দেওয়া হয়েছে। বিভিন্ন ভাবে মুসলিমরা এই আইনের মাধ্যমে উপকৃত হবেন। রাজ্য আহ্বায়ক আরও বলেন, এতদিন ধরে যে আইনি অস্বচ্ছতা ছিল তাও দূর হবে। তিনি দাবি করেন ওয়াকফ সংশোধনী আইন নিয়ে দেশে যে আন্দোলন শুরু হয়েছে তাতে এক শ্রেণীর লোক ভুল বার্তা দিচ্ছে। এই আইনে মূল যে বিষয় রয়েছে তা আলোচনায় আনা হচ্ছে বলে উনার অভিযোগ। এসব না করে মুসলিম সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। অপপ্রচার চালানো হচ্ছে বলেও রাজ্য আহ্বায়কের অভিযোগ।

Related posts

মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে আবেদন চাকরিপ্রত্যাশীদের অপেক্ষামান তালিকা প্রকাশের

প্রয়াত প্রাক্তন এম ডি সি নির্মল চন্দ্র দাস

ওয়াকফ সংশোধনী নিয়ে বিরোধীদের প্রতিবাদের সমালোচনায় রাজীব- বিপ্লব