আগরতলা : আবারো আগরতলা রেল স্টেশন থেকে আটক তিন বাংলাদেশী নাগরিক। শনিবার বিকালে আগরতলা রেল স্টেশন থেকে তাদের আটক করা হয়। ধৃতদের মধ্যে দুইজন যুবক ও একজন যুবতী। তারা অবৈধ ভাবে ত্রিপুরা রাজ্যে আসে। বহিঃরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে তারা আগরতলা রেল স্টেশনে যায়। আগরতলা জি আর পি থানার পুলিস, আগরতলা আর পি এফ, বি এস এফ এবং গোয়েন্দা বিভাগ যৌথ ভাবে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত যুবতী জানায় কলকাতা হয়ে বেঙ্গালুরু যাওয়ার উদ্দেশ্যে সে আগরতলা রেল স্টেশনে এসেছে। অপরদিকে ধৃত দুই যুবক কলকাতা হয়ে চেন্নাই যাওয়ার জন্য আগরতলা রেল স্টেশনে যায়। ধৃতরা হল কামরুন নেসা, মোঃ ইসমাইল হোসেন ও মোহাম্মদ নুর হোসেন। ধৃতদের রবিবার আদালতে সোপর্দ করে আগরতলা জিআরপি থানার পুলিশ।
বহিঃরাজের যাওয়ার পথে আগরতলা রেল স্টেশনে আটক তিন বাংলাদেশি
9