গোপাল- সুদীপ ও আশিসের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সাংগঠনিক বৈঠক

আগরতলা : আন্দোলনসূচী ঠিক করতে প্রদেশ কংগ্রেসের বৈঠক। মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে হয় বৈঠক।প্রদেশ কংগ্রেসের কার্যকরী কমিটির সদস্য সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বদের নিয়ে হয় বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ অন্যান্যরা।কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, জাতীয় কর্মসূচি সংবিধান বাঁচাও অভিযান কিভাবে রাজ্যের প্রদেশ, জেলা ও ব্লক স্তরে সফল করা হবে তা নিয়ে আলোচনা করা হয়। একমাস ১৫ দিনব্যাপী এই কর্মসূচি রাজ্যব্যাপী চলবে। পরবর্তীতে এক বছর ব্যাপী ঘর ঘর অভিযান কর্মসূচি নিয়েও এইদিনের বৈঠকে আলোচনা হয়। জাতিগত জাত গণনা এবং এই জাত গণনা শেষে সংরক্ষণ নীতি নির্ধারণ করা নিয়ে কংগ্রেস দল আন্দোলন কর্মসূচি সংগঠিত করতে চলেছে। পাশাপাশি ওয়াকফ বিলের বিরুদ্ধে সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত করতে প্রকাশ্য আন্দোলন কর্মসূচি দেশের সঙ্গে রাজ্যেও সংগঠিত করবে কংগ্রেস। এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।

Related posts

Liver, Bone Marrow transplants soon, talks on: CM

কৈলাস রাইয়ের মৃত্যু নিয়ে ফের রাজ্যের আইন- শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন বিরোধীরা

Rs 141.82 Cr sanctioned for Janjatiya welfare under DAJGUA: Minister