আগরতলা : সংস্কার ভারতী ত্রিপুরা প্রান্তের তরফে ডেপুটেশন দেওয়া হল তথ্য-সংস্কৃতি দপ্তরের অধিকর্তার কাছে। বুধবার সংগঠনের তরফে এক প্রতিনিধি দল অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য-র কাছে স্মারকলিপি জমা দেয়। সংগঠনের ত্রিপুরা প্রান্তের মহামন্ত্রী সঞ্জীব দেব বলেন, স্ট্যান্ডআপ কমিটির নামে দেশে একটা অবক্ষয় চলছে। হাস্যরসের নামে স্ট্যান্ডআপ কমিটিকে ব্যবহার করে যেভাবে মূল্যবোধের অবক্ষয় হচ্ছে, ভারতীয় সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। তিনি বলেন ভারতীয় সংস্কৃতি অক্ষুণ্ণ। শুধু মাত্র প্রয়োজন একে সঠিক পথে নিয়ে যাওয়া। তিনি অভিযোগ সামাজিক মাধ্যম ব্যবহার করে যেভাবে মূল্যবোধ নষ্ট করা হচ্ছে ত্রিপুরাতেও সেটা দেখা যাচ্ছে। সঞ্জীব দেব আরও বলেন, ভারতীয় সংস্কৃতির মাধ্যমটাকে যে যে জায়গায় নষ্ট করা হচ্ছে সে বিষয়ে রাজ্যে যাতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হয় সেবিষয়ে অবগত জ্রতেই অধিকর্তার কাছে স্মারকলিপি সংগঠনের।
সামাজিক মাধ্যম ব্যবহার করে যেভাবে মূল্যবোধ নষ্ট করা হচ্ছে ত্রিপুরাতেও- অভিযোগ
12