৪৭৬ কোটি ৫৫ লক্ষ টাকার পুর নিগমের বাজেট পেশ

আগরতলা : ঘাটতি বাজেট পেশ করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৪৭৬ কোটি ৫৫ লক্ষ টাকার বাজেট পেশ করলেন মেয়র।বুধবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে ৭২.০২ লক্ষ টাকার ঘটতি বাজেট পেশ করেন মেয়র দীপক মজুমদার। প্রস্তাবিত বাজেট পেশ করার পর মেয়র জানান, নাগরিক স্বাচ্ছন্দ্যের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেটে ২০২৫-২৬ অর্থ বছরে সর্বমোট রাজস্ব এবং মূলধনী আয় ধরা হয়েছে ৪৭৫ কোটি ৩০ লক্ষ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৪৭৬ কোটি ৫৫ লক্ষ টাকা। তিনি জানান, আগরতলা পুর নিগমের নিজস্ব আয়ের উৎস ও সরকারী অনুদান প্রাপ্তির মাধ্যমে এই ঘাটতি পূরণ করা হবে। বাজেটে ব্যয়ের মধ্যে কর্মচারি ও শ্রমিকদের বেতন এবং মজুরি, জ্বালানি, প্রাতিষ্ঠানিক এবং পুর নিগমের পরিষেবা প্রদানের অন্যান্য আনুষঙ্গিক খরচ অর্ন্তভুক্ত রয়েছে নাগরিকদের পরিষেবা প্রদানের লক্ষ্যে। এছাড়াও পুর এলাকায় পরিকাঠামো উন্নয়নে বেশ কিছু নতুন প্রকল্পে মূলধনী ব্যায় অর্ন্তভূক্ত করা হয়েছে।বিগত বছরের তুলনায় এইবারের প্রস্তাবিত বাজেটে আয় ৫ হাজার ৯৮৬ কোটি টাকা এবং ব্যয় ৫ হাজার ৯৮১ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরে নতুন নতুন প্রকল্প হাতে নেওয়ার কারনে বাজেটে ব্যয় বৃদ্ধি পেয়েছে। এতে করে বাজেট ঘাটতি ৭২.০২ লক্ষ টাকা দাঁড়িয়েছে। পাশাপাশি উপস্থিত রোগীদের প্রয়োজনীয় ঔষধ সরবরাহের ব্যবস্থা থাকবে। ভারত মাতা ক্যান্টিন কাম নাইট শেল্টার নামক একটি নতুন প্রকল্পের অধীন রাজ্য সরকার ২০২৫-২৬ অর্থবছরে রাত্রি যাপনের ব্যবস্থা ও ভূর্তুকি মূল্যে খাবারের ব্যবস্থা করছে আগরতলা পুর এলাকায়। এদিন বাজেট পেশের সময় উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র, কমিশনার সহ অনায়ন্য কর্পোরেটর ও আধিকারিকরা।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র