আগরতলা : কাশ্মীরে হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় হচ্ছে শ্রদ্ধা জ্ঞাপন। নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থা সংগঠনের তরফে। শুক্রবার জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ঘটনার প্রতিবাদে সরব হল বিশ্ব হিন্দু পরিষদ। রাজ্যের প্রতিটি জেলার জেলা সদরে এদিন শ্রদ্ধাঞ্জলির আয়োজন করা হয়। পশ্চিম ত্রিপুরা জেলায়ও হয় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। এদিন বিশ্ব হিন্দু পরিষদের কর্মী সমর্থকরা প্রথমে রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে সমবেত হয়। সেখান থেকে বের করা হয় এক প্রতিবাদ মিছিল। মিছিল শেষে পাকিস্তানের জাতীয় পতাকা আগুন দিয়ে পুড়ানো হয়। বিশ্ব হিন্দু পরিষদের তরফে দেশের সরকারের কাছে আবেদন রাখেন পাকিস্তানে গিয়ে জঙ্গিদের গুঁড়িয়ে দেওয়ার।
কাশ্মীরে হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় হচ্ছে শ্রদ্ধা জ্ঞাপন
25