রাজ্যে পাকিস্তানি নাগরিকদের অবস্থান নিয়ে তথ্য দিতে পুলিশ সুপারদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা : রাজ্যের অভ্যন্তরে কোন পাকিস্তানি নাগরিক অবস্থান করছেন কিনা সে সম্পর্কে প্রয়োজনীয় তথ্য নিয়মিতভাবে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে পাঠানোর জন্য মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা রাজ্যের প্রত্যেক জেলার পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি জেলা শাসকদেরও এবিষয়ে নিয়মিত নজরদারী রাখতে এবং দ্রুত প্রশাসনের গোচরে আনতে তিনি পরামর্শ দিয়েছেন।

আজ মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা সচিবালয়ে বিভিন্ন দপ্তরের সচিবদের উপস্থিতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের ৮ জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারসহ পদস্থ আধিকারিকদের নিয়ে রাজ্যের সামগ্রিক উন্নয়নমূলক কাজকর্ম, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সাম্প্রতিক বিভিন্ন ইস্যু, স্বাস্থ্য পরিষেবা, পানীয়জল, শিক্ষা, রাস্তাঘাট, সেচ ব্যবস্থা ও জনগণের অভাব অভিযোগ সম্পর্কিত বিষয়সমূহ নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন।

 

বৈঠকে আলোচনাকালে মুখ্যমন্ত্রী বলেন, আসন্ন ঝড় বৃষ্টির আগেই বিদ্যুৎ পরিষেবা অক্ষুন্ন রাখার লক্ষ্যে যথাসম্ভব আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কোথাও কোন ঘাটতি থাকলে তা দ্রুত নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। বিভিন্ন দপ্তরের রূপায়িত প্রকল্পগুলির সাইনবোর্ড সংস্কারের জন্যও মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের নির্দেশ দেন। সাইবার অপরাধ রোধে জনসচেতনতা বৃদ্ধি করার জন্য মুখ্যমন্ত্রী গুরুত্ব আরোপ করেন এবং নিয়মিতভাবে সাইবার অপরাধের ধরণ নিয়ে প্রেস ব্রিফিং করার পরামর্শ দেন।

বৈঠকে প্রতিটি জেলার জেলাশাসক ও পুলিশ সুপারগণ সংশ্লিষ্ট জেলার সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন এবং বিভিন্ন সমস্যার নিরসনে গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেন।

রাজ্য সচিবালয়ে আয়োজিত আজকের এই বৈঠকে প্রধান মুখ্য বন সংরক্ষক আর কে শ্যমাল, আইন সচিব সঞ্জয় ভট্টাচার্য্য, পরিকল্পনা (পরিসংখ্যান) দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্রা, রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্যে, নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং, মুখ্যমন্ত্রীর সচিব অপূর্ব রায়, পরিবহণ দপ্তরের সচিব সি কে জমাতিয়া, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব তাপস রায়, পর্যটন দপ্তরের সচিব ইউ কে চাকমা, শ্রম দপ্তরের সচিব তরুণকান্তি দেবনাথ, তথ্য ও সংস্কৃতি দপ্তরের বিশেষ সচিব দেবপ্রিয় বর্ধন, শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার, মুখ্যমন্ত্রীর সচিবালয়ের অতিরিক্ত সচিব ড. সমিত রায় চৌধুরী সহ বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র