আইপিএফটি, তিপ্রা মথা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী

BJP IPFT TRipra Moutha Joientl Meeting at Agartala 5

আগরতলা : রাজ্যের সার্বিক অগ্রগতি ত্বরান্বিত করার লক্ষ্যে উন্নয়নমূলক গুরুত্বপূর্ণ ইস্যুগুলি নিয়ে রাজনৈতিক দলের নেতৃত্বের সঙ্গে একটা সময়োপযোগী সভায় মিলিত হলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

 

এই বৈঠকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, তিপ্রা মথার চেয়ারম্যান তথা মহারাজ প্রদ্যুত কিশোর মানিক্য দেববর্মা, ইন্ডেজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা (আইপিএফটি) এর রাজ্য সভাপতি প্রেম কুমার রিয়াং সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন।

 

বৈঠকে রাজ্যের সার্বিক প্রবৃদ্ধি, পরিকাঠামোগত উন্নয়ন, জনজাতি কল্যাণ এবং আর্থ-সামাজিক ক্ষমতায়নের উপর দৃষ্টি রেখে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে উপস্থিত নেতাগণ বিস্তারিত আলোচনা করেন।

 

মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বৈঠকের আলোচনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং ত্রিপুরার জনগণের বৃহত্তর কল্যাণের জন্য সমস্ত সহযোগী নেতৃত্বের সাথে সহযোগিতামূলকভাবে কাজ করার জন্য রাজ্য সরকারের প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিত করেন।

Related posts

অফার লেটার নথিপত্র সহ জমা দিলেন সম্প্রতি শিক্ষা দপ্তরের অধীনে অফার প্রাপকরা

রাজ্য থেকে বিমানে ৪২ জন হজ যাত্রী মদিনার উদ্দেশ্যে রওয়ানা দিলেন

সিবিএসই বোর্ড পরিচালিত এবছরের উচ্চমাধ্যমিকে পাশের হার প্রায় ৭১ শতাংশ—শিক্ষা সচিব