আগরতলা : শান্তিপূর্ণ ভাবেই শেষ হয়েছে টি আর বি টি পরিচালিত টেট-টু পরীক্ষা। রাজ্যের ৮ জেলায় ১১৯ টি সেন্টারে নেওয়া হয় পরীক্ষা। তবে নির্দিষ্ট সময়ের পরে কয়েকজন পরীক্ষার্থী আসায় তাদের আর সেন্টারে ঢুকতে দেওয়া হয়নি দুয়েকটি কেন্দ্রে। একথা জানান টি আর বি টির চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেব। তিনি আরও জানান, রাজ্যের ৮ টি জেলায় ১১৯ টি কেন্দ্রে এইদিন টেট-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় বসার জন্য আবেদন করেছিল ৩৫ হাজার ১৪৮ জন। পরীক্ষার্থীদের আগাম জানিয়ে দেওয়া হয়েছে ১০ টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য। ১১ টা বাজার সাথে সাথে সকল পরীক্ষা কেন্দ্রের গেইট বন্ধ করে দেওয়া হয়েছে। ১১ টার পরে কাউকে আর পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয় নি। পরীক্ষা গ্রহণকে কেন্দ্র করে কোথাও কোন সমস্যা হয় নি। এদিকে ৪ মে হবে পেপার ওয়ানের পরীক্ষা। টেট ওয়ানে পরীক্ষার্থী প্রায় ৯ হাজারের মতো।
শান্তিপূর্ণ ভাবেই শেষ হয়েছে টি আর বি টি পরিচালিত টেট-টু পরীক্ষা
5