আগরতলা : আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উদযাপন করলো ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন্স। বৃহস্পতিবার সংগঠনের ত্রিপুরা রাজ্য কমিটির তরফে এই দিবসে হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব সঞ্জয় দত্ত সহ অন্যরা। অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িয এসোসিয়েশনের হল ঘরে হয় আলোচনাসভা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে সঞ্জয় দত্ত বলেন, ২০১৮ সালে সরকার পরিবর্তনের পর মে দিবসের সরকারি ছুটি তুলে দেওয়া হয়েছে। ফলে সকাল বেলা প্রভাত ফেরির মাধ্যমে যে অনুষ্ঠান করা হতো তা এখন আর করা সম্ভব হয় না। তাই ছোট পরিসরে বিকেলে এ ধরণের অনুষ্ঠান হয়। সংগঠনের তরফে এদিন ফের দাবি জানানো হয় মে দিবসের সরকারি ছুটি চালু করার। তিনি বলেন বিভিন্ন দাবিতে লড়াই সংগ্রামে রয়েছে সংগঠন। ব্যাঙ্কিং ক্ষেত্রে প্রচুর শুন্যপদ পড়ে রয়েছে। বাড়ছে গ্রাহক সংখ্যা। কিন্তু নিয়োগ নেই। তাই মে দিবসে সংগঠনের নেতৃত্বের দাবি সমস্ত পড়ে থাকা শুন্যপদ পূরণ করার।
ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন্স-র তরফে মে দিবস পালন
6