বিরোধীদের দাবি মেনে জাতি গণনার সিদ্ধান্ত, আনন্দে মাতল কংগ্রেস কর্মীরা

আগরতলা : দেশে জাতভিত্তিক গণনার সিদ্ধান্ত বুধবার নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভা। বিরোধীদের বিশেষ করে কংগ্রেসের দাবি মেনে কেন্দ্রীয় মন্ত্রীসভা সিদ্ধান্ত নেওয়ায় খুশি কংগ্রেস কর্মীরা। তারা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে ধন্যবাদ জানিয়ে আনন্দে মেতে উঠলেন কংগ্রেস, যুব কংগ্রেস ও মহিলা কংগ্রেস কর্মীরা। সারা দেশের পাশাপাশি বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আনন্দ উচ্ছাসে মেতে উঠে কংগ্রেস কর্মী সমর্থকরা। এইদিন প্রদেশ কংগ্রেস, প্রদেশ যুব কংগ্রেস, মহিলা কংগ্রেসের কর্মী সমর্থকরা যৌথভাবে লোকসভার বিরোধী দলনেতা সাংসদ রাহুল গান্ধীকে ধন্যবাদ জানিয়ে আনন্দে মেতে উঠেন। প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নিলকমল সাহা এক সাক্ষাৎকারে জানান চার বছর পূর্বে রাহুল গান্ধী জাতিগত জনগণনার জন্য লড়াই করে আসছেন। তার জন্য রাহুল গান্ধিকে নিয়ে বিজেপি কুরুচিকর মন্তব্য করেছে। কিন্তু শেষ পর্যন্ত দেশের সরকার রাহুল গান্ধীর দাবি মেনে দেশে জাতিগত জনগণনার দাবিকে মেনে নিয়েছে।বিরোধী রাজনৈতিক দল গুলির জাতিগত জনগণনার দাবিকে শেষ পর্যন্ত মেনে নিল দেশের সরকার। বেশ কয়েক বছর ধরে বিরোধী রাজনৈতিক দল গুলি জাতি গত জনগণনার দাবি জানিয়ে আসছিল। বিশেষ করে কংগ্রেস দলের পক্ষ থেকে সংসদে দেশে জাতি গত জনগণনার দাবি উত্থাপন করেছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই নিয়ে বিজেপি রাহুল গান্ধীর সমালোচনায় মুখর হয়। সম্প্রতি পহেলগাঁও-কাণ্ড সহ একাধিক ইস্যুতে দেশের মধ্যে যখন এক সঙ্কট দেখা দিয়েছে, ঠিক তখন কেন্দ্রীয় মন্ত্রীসভা দেশে জাতি গত জনগণনার সিদ্ধান্ত গ্রহণ করে।

Related posts

ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন্স-র তরফে মে দিবস পালন

আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসে সিপিএম ও সি আই টি ইউ রাজ্য দপ্তরে অনুষ্ঠান

কর্পোরেটর রত্না দত্ত আম্বেদকরের ছবি ও লিফলেট বিলি করলেন এসসি সম্প্রদায়ের লোকজনের বাড়ি বাড়ি