মতিনগর ভারত- বাংলাদেশ সীমান্তে কৃষকদের সমস্যা সম্পর্কে অবহিত হলেন পবিত্র কর

আগরতলা : কৃষকদের চাষাবাদের সমস্যা সম্পর্কে অবগত হতে মতিনগরে ভারত- বাংলাদেশ সীমান্ত এলাকায় গেলেন কৃষকসভার রাজ্য সম্পাদক পবিত্র কর। উনার সঙ্গে ছিলেন সংগঠনের নেতা তথা প্রাক্তন বিধায়ক রাজ কুমার চৌধুরী সহ অন্যরা। সারা ভারত কৃষকসভার রাজ্য কমিটির সম্পাদক সীমান্তে গিয়ে এলাকার কৃষকদের সঙ্গে কথা বলেন। কাঁটাতারের ওপারে থাকা জমি গুলি দেখেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সংগঠনের সম্পাদক পবিত্র কর বলেন, রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকায় কাঁটাতারের ওপারে থাকা নিজেদের জমিতে চাষাবাদ করতে গিয়ে সমস্যায় পড়ছেন ভারতীয় কৃষকরা। কৃষকরা ঠিকভাবে চাষ করতে পারছেন না ঠিক ভাবে জমির ফসল আনতে পারছেন না। যদিও মতিনগর এলাকায় এ ধরণের সমস্যা তেমন নেই। তিনি এদিন বলেন কাঁটাতারের ওপারে মতিনগর এলাকায় যেসব ভারতীয় নাগরিক বসবাস করছেন তাদের সঙ্গে সরকারের তরফে সমস্যা তৈরি হচ্ছে। বিদ্যুৎ বিল দেওয়া সত্ত্বেও সংযোগ ছিন্ন করতে প্রশাসন থেকে কিছু দিন আগে লোকজন এসেছিলেন। কিন্তু তা সম্ভব হয়নি। অভিযোগ এখন ফের চেষ্টা হচ্ছে। এসব বিষয় খতিয়ে দেখতেই সীমান্ত এলাকা গেছেন বলে জানান পবিত্র বাবু।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র