২০১১ সালে জনগণনার সময় জাতিগত জনগণনার বিরোধিতা করে কংগ্রেস—রাজীব

আগরতলা : কংগ্রেস এবং তার সহযোগী দলগুলি জাতি গত জনগণনার দাবিকে সর্বদা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে এসেছে।শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। সাংবাদিক সম্মেলনে ছিলেন বিজেপির মিডিয়া ইনচার্জ সুনিত সরকার। রাজীব বাবু এদিন বলেন, ৩০ এপ্রিল কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতি গত জনগণনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় মন্ত্রিসভাকে ধন্যবাদ ও অভিনন্দন জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। সাংবাদিক সম্মেলনের তিনি আরো জানান ২০১১ সালে সর্বশেষ জনগণনা হয়েছিল। ২০২১ সালে জনগণনা হওয়ার কথা থাকলেও তা করা যায়নি। ২০১০ সালে তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত মনমোহন সিং লোকসভায় প্রতিশ্রুতি দিয়েছিলেন জাতিগত জনগণনা করা হবে। কিন্তু পরবর্তী সময় ২০১১ সালে জনগণনার সময় জাতিগত জনগণনার বিরোধিতা করে কংগ্রেস। তখন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল পৃথক করে জাতিগত জনগণনা করা হবে। পরবর্তী সময় কেন্দ্রীয় সরকার বহু অর্থের বিনিময়ে অস্বচ্ছ ভাবে জাতিগত জনগণনা করেছিল। যার কারণে তৎকালীন সরকার জাতিগত জনগণনার রিপোর্ট প্রকাশ করতে পারেনি। জাতি গত জনগণনার ফলে এস.সি, এস.টি-দের ন্যায় ওবিসি সম্প্রদায় ভুক্ত কতজন জনগণ রয়েছে তাও জানা যাবে।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র