আগরতলা : ২০ মে দেশব্যাপী ধর্মঘট।এই ধর্মঘটের বার্তা ছড়িয়ে দিতে ত্রিপুরায়ও চলছে ব্যাপক প্রচার। রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে কনভেনশন। রবিবার পরিবহণ শ্রমিকদের নিয়ে হয় গণকনভেনশন সি আই টি ইউ রাজ্য দপ্তরে।শ্রমিক বিরোধী চারটি শ্রম আইন বাতিল করার আহবানে ২০ মে সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘট বিভিন্ন এই কনভেনশন থেকে পরিবহন শ্রমিকরা আওয়াজ তুলে সড়ক পরিবহণ শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা আইন প্রণয়ন, ভারতীয় ন্যায় সংহিতার ১০৬-এর ১ ও ১০৬-এর ২ ধারা বাতিল,মোটর ভেহিক্যাল আইন ২০১৯ সংশোধনী বাতিল করার।ত্রিপুরা রাজ্যে পরিবহণ শিল্পে তোলবাজি বন্ধ সহ পরিবহণ শিল্পকে রক্ষা করতে হবে। এদিনের কনভেনশনে উপস্থিত ছিলেন সিআইটিইউ-র সভাপতি মানিক দে, অমল চক্রবর্তী, তপু ঘোষ সহ অন্যরা। ধর্মঘট সফল করার বার্তা দেওয়া হয় এদিনের কনভেনশন থেকে।
পরিবহণ শ্রমিকদের কনভেনশন সি আই টি ইউ রাজ্য কার্যালয়ে
35