ত্রিপুরা মনিপুরী ছাত্র-যুব সমন্বয় কমিটির তরফে ডেপুটেশন ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তরের অধিকর্তার কাছে

আগরতলা : রাজ্যের মনিপুরীরা আর্থ-সামাজিক সকল ক্ষেত্রে পিছিয়ে পড়ে রয়েছে। দাবী আদায়ে জোরদার আন্দোলন সংগঠিত করার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা মনিপুরী ছাত্র-যুব সমন্বয় কমিটি। এরই অঙ্গ হিসাবে মঙ্গলবার স্মারকলিপি জমা দেওয়া হয় ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তরের অধিকর্তার কাছে। রাজ্য সরকারের ঘোষিত বিদ্যালয়গুলোতে অবিলম্বে মনিপুরী ভাষা শিক্ষক নিয়োগ করার দাবীতে এদিন ডেপুটেশন দেওয়া হয় ছাত্র- যুব সংগঠন থেকে। শিক্ষক নিয়োগের পাশাপাশি মনিপুরী বিষয় শিক্ষার জন্য পূর্ন পরিকাঠামো তৈরী করা, রাজোর বাজেটে পৃথক আর্থিক সংস্থান রাখারও দাবি জানানো হয় এদিনের কর্মসূচী থেকে। উল্লেখ্য বিগত বামফ্রন্ট সরকার ১৯৯৮ সালে প্রথমে রাজ্যের ২১ টি স্কুলে মনিপুরী ভাষাকে শিক্ষার প্রাথমিক স্তরে একটি বিষয় হিসেবে চালু করার জন্য ঘোষনা দিয়েছিল।পরবর্তীতে আরও ৩ টি স্কুল সহ মোট ২৪টি স্কুলে সরকারীভাবে চালু করা হয়। কিন্তু আজ অবধি একজনও ভাষা শিক্ষক নিয়োগ করা হয়নি। দাবি আদায়ে আগামীদিনে ঐক্যবদ্ধ জোরদার আন্দোলন গড়ে তোলার বার্তা দেওয়া হয়।

Related posts

Govt plans to deploy Special Executives as tourist police: CM

রাজ্যের আট জেলায় হবে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে মহড়া

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের এন ডি আর এফ ফান্ড থেকে ডি বি টির মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়