আগরতলা : স্বাস্থ্য বীমা যোজনায় ৭০ বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন তারাও ৫ লাখ টাকার স্বাস্থ্য বিমার আওতায় আসেন তাদের জন্য বরাদ্দ করা করেছেন প্রধানমন্ত্রী। এটা আনন্দের বিষয়।রাজধানীতে চক্ষু চিকিৎসা শিবিরে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয় রাজধানীর শান্তিপাড়া প্রবীণ নাগরিক সংঘ-র তরফে।শনিবার শান্তিপাড়াস্থিত বিবেকানন্দ আবাসনে হয় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা শিবির।শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। তাছাড়া উপস্থিত ছিলেন ২০ নং ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত,স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা তপন মজুমদার,সমাজসেবী শ্যামল কুমার দেব সহ বিশিষ্টজনেরা। আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, কোন এক সময় সনাতন ধর্মে সনাতন ব্যবস্থাপনা যে ছিল সেখানে প্রবীণ নাগরিকদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা ছিল সর্বত্র। কিন্তু এগুলি ভুলে গেছে।বৃদ্ধাশ্রম আজকাল একটা সমস্যা। চিকিৎসার পাশাপাশি প্রবীণদের প্রতি সামাজিক যে দায়িত্ব সেটাও চিন্তা করতে হবে। তিনি বলেন, আগামী দিনে যাতে কোন বৃদ্ধাশ্রম ত্রিপুরায় তৈরি না হয়। মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, স্বাস্থ্য বীমা যোজনায় ৭০ বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন তারাও ৫ লাখ টাকার স্বাস্থ্য বিমার আওতায় আসেন তাদের জন্য বরাদ্দ করা করেছেন প্রধানমন্ত্রী। এটা আনন্দের বিষয়। পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন বলেন, বর্তমান রাজ্য সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন এই জায়গায় বিরোধীরা নিজেরা রাজ্যে চিকিৎসা পরিষেবা নেন অথচ মানুষের মধ্যে রাজ্যের চিকিৎসা পরিষেবা নিয়ে সন্দেহ তৈরি করছেন।
বর্তমান রাজ্য সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর চেষ্টা করছে—মুখ্যমন্ত্রী
2