প্রতিবছরের মতো এবছরও ভাষা শহীদদের স্মরণ

আগরতলা : প্রতিবছরের মতো এবছরও ভাষা শহীদদের স্মরণ। আমরা বাঙালী দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে। ১৯ মে ভাষা শহীদ দিবস। আমারা বাঙালি দলের রাজ্য কার্যালয়ে দিনটি যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়। শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন আমরা বাঙালি দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল। তিনি জানান স্বাধীনোত্তর ভারতবর্ষে বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য একাদশ শহীদের আত্মবলিদান দিবস। ১৯৬১ সালে বর্তমান অসম রাজ্যের কাছাড় জেলার শিলচরে এমনই একটি দিনে বাংলাভাষা তথা বাঙালীদের আত্মমর্যাদা রক্ষার জন্যে এক গণআন্দোলনে হাজার হাজার বাঙালী জড়ো হয়েছিল। যেখানে কমলা ভট্টাচার্য, শচীন্দ্র মোহন পাল, চন্ডীচরণ সূত্রধর সহ ১১ জন ছাত্র-যুব পুলিশের গুলিতে প্রাণ বিসর্জন দিয়েছিল। তৎকালীন অসমের বাঙালী বিদ্বেষী মুখ্যমন্ত্রী বিমলাপ্রসাদ চালিহা জোর করে অসমে শিক্ষার মাধ্যম থেকে শুরু করে সমস্ত কাজে অহমিয়া ভাষা চাপিয়ে দেওয়ার প্রতিবাদে বাঙালীরা আন্দোলনে শামিল হয়েছিল। এই ঘটনা ওপার বাংলা ৫২-এর ভাষা আন্দোলনকেই স্মরণ করিয়ে দেয়। এদিন আমরা বাঙালী রাজ্য কার্যালয়ের সামনে হয় অনুষ্ঠান।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি