প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে কোনও আলোচনা হয়নি পটনা বৈঠকে ! শরদ পওয়ার

মুম্বাই : পটনার বৈঠকে বিজেপি বিরোধী জোটের ‘প্রধানমন্ত্রী পদপ্রার্থী’ নিয়ে কোনও আলোচনা হয়নি বলে দাবি করলেন এনসিপি সভাপতি শরদ পওয়ার। সোমবার মহারাষ্ট্রের বারামতীতে তিনি বলেন, ‘‘শনিবারের বৈঠকে সাম্প্রদায়িকতা, মূল্যবৃদ্ধি, বেকারত্বের মতো বিষয়গুলিকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধ লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছি। ‘প্রধানমন্ত্রী পদপ্রার্থী’ মনোনয়নের বিষয়ে কোনও কথা হয়নি।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি

দক্ষিণ জয়নগরে নড়বড়ে সেতুর স্থানে নতুন বেইলি ব্রিজ – জনগণের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ