মন্দিরনগরীতে স্ট্রিট ড্যান্সারকে আক্রমণের ঘটনার নিন্দা জানালেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী

আগরতলা : মন্দিরনগরীতে স্ট্রিট ড্যান্সারকে আক্রমণের ঘটনার নিন্দা জানালেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। তিনি প্রশাসনের কাছে দাবি জানান আক্রমণকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার। দুই দিন আগেই উদয়পুরের মাতাবাড়িতে আক্রান্ত হন স্ট্রিট ড্যান্সার সানু মালাকার। সে স্ট্রিট ড্যান্স করে অর্থ সংগ্রহ করে অসহায় গরীব মানুষের হাতে তুলে দেয়। উদয়পুরের মাতাবাড়ি চত্বরে সে ড্যান্স করে একজন অসহায় মহিলাকে সাহায্য করতে চেয়েছিল। কিন্তু মাতাবাড়ি চত্বরে ড্যান্স করার অপরাধে তাকে আক্রান্ত হতে হয়। ঘটনায় ইতি মধ্যে নিন্দার ঝড় বইছে। সামাজিক মাধ্যমেও সোচ্চার হয়েছেন অনেকে।এই ঘটনার নিন্দা জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি জানান একজন যুবক নিজেকে রাষ্ট্রবাদী পরিচয় দিয়ে সানু মালাকারকে মারধর করেছে। কিন্তু এখনো পর্যন্ত আক্রমণকারীর বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হয়নি।

Related posts

Emergency was a direct attack on Constitution, democracy: CM

পূর্ব থানার পুলিসের জালে নেশা সামগ্রী সহ চারজন