ক্রীড়ামন্ত্রীর উপস্থিতিতে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য সদস্যারা শপথ গ্রহণ করেন

আগরতলা : শপথ নিলেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য সদস্যারা। শুক্রবার এক অনুষ্ঠানের মাধ্যমে শপথ নেন তারা। রাজধানীর শহীদ ভগত সিং যুব আবাসে হয় এই শপথ গ্রহণ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, ক্রীড়া পর্ষদের সচিব সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় বলেন আগে দেখা গেছে রাজ্যের খেলোয়াড়রা বহিঃরাজ্যে খেলতে গিয়ে সমস্যায় পড়ত। কারন আগে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের দায়িত্বে যারা ছিল তারা খেলোয়াড়দের সাথে প্রতারণা করেছে। বহু জলঘোলার পর একটি এডহক কমিটি গঠন করা হয়। সেই এডহক কমিটির নেতৃত্বে নতুন করে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন গঠন করা হয়। এদিন শপথ গ্রহণ ঘিরে সদস্যদের উৎসাহ দেখা যায়।

Related posts

চিরাচরিত প্রথা মেনে পুরান হাভেলি চতুর্দশ দেবতা মন্দিরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা

কিশোর বর্মণ মন্ত্রী হিসেবে শপথ নিলেন রাজভবনে

চকলেট চুরির অভিযোগে সুকান্ত দাসকে এক ব্যক্তিকে আটক