আগরতলা : জেল থেকে ছাড়া পেয়ে ফের জেলে কুখ্যাত চোর। চোর চক্রের দুই সদস্য এন সি সি থানার পুলিসের জালে। অভিযোগ ধৃতরা সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েই ফের হাত সাফাইয়ে নেমে পড়েছে। রবিবার সন্ধ্যায় পশ্চিম জেলার পুলিস সুপার কিরণ কুমার কে নিজের জানান রাজধানীতে সম্প্রতি মোটর বাইক ছুরির ঘটনা বেড়ে গেছে। পুলিস এসব ঘটনার তদন্ত শুরু করে। সম্প্রতি জেল থেকে ছাড়া পায় সুমন দাস নামে এক চোর। তাঁর উপর নজর রাখছিল পুলিস। অবশেষে তাকে গ্রেপ্তার করে পুলিস। উদ্ধার হয় রাজধানীর দুই জায়গা থেকে দুটি বাইক। পরে সোনামুড়া থেকে জালে তোলা হয় সুমন মিয়া নামে আরও এক কুখ্যাত চোরকে। সেখান থেকে উদ্ধার হয় আরও এক মোটর বাইক। এস পি জানান, বাইক চোরের একটি চক্র রয়েছে। আর সেই চক্রের সদস্য এই দুইজন। ধারণা তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও চুরি যাওয়া মোটর বাইক উদ্ধার হতে পারে এবং চক্রের অন্যদের জালে তোলা সম্ভব হবে।