প্রাথমিক ভাবে বাঁশ দিয়ে সংস্কার করে চলছে চন্দ্রপুর- আড়ালিয়া বাঁধ রক্ষা

আগরতলা : হাওড়া নদীর জলে নড়বড়ে রাজধানীর চন্দ্রপুর-আড়ালিয়া বাঁধ। চলছে সংস্কার। তবে প্রাথমিক এই বাঁশ দিয়ে সংস্কার আদৌ কাজে আসবে কিনা তা সময়ই বলবে। গত বছর বন্যায় সময় চন্দ্রপুর-আড়ালিয়া বাধ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। বলতে গেলে বাধটি অনেকটা দুর্বল হয়ে যায়। স্বাভাবিক ভাবেই এই বাধের সংস্কার অত্যন্ত জরুরী হয়ে পড়েছিল। কিন্তু সময়ের কাজ সময়ে করা হয় নি। অর্থাৎ বাধটি সংস্কার সহ মজবুত করার উদ্যোগ নেওয়া হয় নি। শনিবার থেকে টানা বৃষ্টির ফলে ফের দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। শহর আগরতলার নিম্নাঞ্চল গুলি ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে। বন্যার জল বৃদ্ধি পাওয়ার কারনে চন্দ্রপুর-আড়ালিয়া বাধের ভাঙ্গন দেখা দেয়। পরিস্থিতি বেগতিক দেখে এইবার বন্যা পরিস্থিতির মধ্যে চন্দ্রপুর-আড়ালিয়া বাধের সংস্কারের কাজ শুরু করা হয়। একই সাথে চন্দ্রপুর-আড়ালিয়া বাধকে মজবুত করার চেষ্টা চলছে বাঁশ দিয়ে। বন্যা পরিস্থিতির মধ্যে যুদ্ধকালিন তৎপরতায় চলছে চন্দ্রপুর-আড়ালিয়া বাধ মজবুত করার কাজ। কাজের তদারকির দায়িত্বে থাকা এক আধিকারিক জানান চন্দ্রপুর-আড়ালিয়া বাধ ক্ষতিগ্রস্ত হতে পারে এই আশঙ্কা থেকে বাধটি সংস্কার করার কাজ করা হচ্ছে। বাধটিকে মজবুত করা হচ্ছে বলে জানান তিনি।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল