বিরোধী দলনেতার মন্তব্য ত্রিপল ইঞ্জিন সরকারের সকল ফানুস ফেটে গেছে

আগরতলা : ত্রিপল ইঞ্জিন সরকারের সকল ফানুস ফেটে গেছে। আগরতলা শহরে বন্যা নিয়ে প্রতিক্রিয়া সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী এভাবেই সরকারের সমালোচনা করলেন। টানা দুই দিনের মাঝারি ও ভারি বর্ষণের ফলে রাজ্যের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। বন্যা কবলিত বহু এলাকা। বন্যা দুর্গতদের উদ্ধারে ঝাপিয়ে পড়েছে প্রশাসন, বিভিন্ন স্বেচ্ছা সেবি সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক দল গুলি। সিপিআইএম দলের কর্মী সমর্থকরাও পাশে দাঁড়িয়েছে বন্যা দুর্গতদের। রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন দুই দিনের বৃষ্টিতে আগরতলা শহরের অলিগলি জলমগ্ন হয়ে পড়েছে। ত্রিপল ইঞ্জিনের সরকারের সকল ফানুস ফেটে গেছে। বামফ্রন্ট সরকারের সময়েও আগরতলা শহরে জল জমত। তখন বর্তমান শাসক দল সমালোচনায় সরব হত। কিন্তু বর্তমান সরকার শহরবাসিকে জল ডুবি থেকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সরকার বর্তমানে প্রচারে ব্যস্ত। দেখা গেছে সরকার যা প্রচার করেছে বাস্তবে তার উল্টোটা হয়েছে। আগরতলা শহরে জল জমতেই পারে। কিন্তু বর্তমানে দেখা গেছে সামান্য বৃষ্টি হলেই আগরতলা শহরে জল জমে যায়। প্রাক বর্ষায় আগরতলা শহরের যে অবস্থা হয়েছে, তাতে বুঝা যাচ্ছে বর্ষাকালে কি অবস্থা হবে। জল নিকাশি ব্যবস্থা ঠিক রাখার দাবি জানান।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র