আগরতলা : অবৈধভাবে ত্রিপুরায় চিকিৎসা করাতে এসে পুলিসের জালে ১৩ জন বাংলাদেশী। এদের মধ্যে দুইজন মহিলা ও এক নাবালক রয়েছে। মঙ্গলবার রাতে বাংলাদেশী নাগরিকদের আটক করে আমতলি থানার পুলিশ। হাঁপানিয়া হাসপাতাল সংলগ্ন বিশ্বাস পাড়া থেকে তাদেরকে আটক করা হয়। তাদেরকে আটক করার পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আমতলি থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে ধৃতরা পুলিশের কাছে স্বীকার করেছে অবৈধভাবে বাংলাদেশ থেকে ত্রিপুরায় এসেছে। জানা যায় বাংলাদেশে বর্তমান উদ্ভুত পরিস্থিতির মধ্যে দীর্ঘ দিন ধরে তারা আত্মগোপন করে বসবাস করছিল নিজ দেশে। অবশেষে নিরুপায় হয়ে তারা অবৈধভাবে ত্রিপুরায় আসে। ধৃত বাংলাদেশী নাগরিকদের সকলের পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। বুধবার ধৃতদের আদালতে সোপর্দ করে আমতলি থানার পুলিশ। কিভাবে ধৃতদের সকলের পায়ে আঘাত তা অবশ্য জানা যায়নি।
আমতলী থানার হাতে আটক দুই মহিলা সহ ১৩ বাংলাদেশী নাগরিক
117
previous post