আগরতলা : গঙ্গা পূজার মাধ্যমে পুর নিগমের ৪৬ নম্বর ওয়ার্ডে সংস্কার হওয়া পুকুর জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সোমবার। আগরতলা শহরের প্রতিটি পরিত্যক্ত পুকুরকে সংস্কার করার কাজ হাতে নেয় আগরতলা পুর নিগম। ইতিমধ্যেই অনেকগুলি পুকুরকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। পুর নিগমের ৪৬ নং ওয়ার্ড এলাকার কৃষি অফিস সংলগ্ন একটি পুকুর দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। সেই পুকুরটিকে নিজ উদ্যোগে সংস্কার করে সেই এলাকার কর্পোরেটর প্রসেনজিৎ লোধ। সোমবার গঙ্গা পূজার মাধ্যমে পুকুরটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। প্রায় দের কানির উপর জায়গা জুড়ে রয়েছে এই পুকুরটি। এইদিন গঙ্গা পূজায় উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, এলাকার বিধায়িকা মিনারানী সরকার, কর্পোরেটর অভিজিৎ মল্লিক, কর্পোরেটর বাপি দাস সহ অন্যান্যরা। এইদিন গঙ্গা পূজার পাশাপাশি বৃক্ষরোপন কর্মসূচিও পালন করা হয়। মেয়র দীপক মজুমদার বলেন আগরতলা পুর নিগমের পক্ষ থেকে আগরতলা শহরের উন্নয়নে কাজ শুরু করা হয়েছে। আগরতলা শহরের পরিত্যক্ত পুকুর গুলিকে সংস্কার করে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। ইতিমধ্যে বেশকিছু পুকুর সংস্কার করা হয়েছে। সংস্কার করে পুকুরটি নতুন ভাবে দেওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা।
গঙ্গা পূজার মাধ্যমে পুর নিগমের ৪৬ নম্বর ওয়ার্ডে সংস্কার হওয়া পুকুর জনগণের জন্য উন্মুক্ত
24