মুখ্যমন্ত্রীকে নিয়ে কংগ্রেসের যুব নেতার মন্তব্যের প্রতিবাদে রাজধানীতে মিছিল বিজেপির

আগরতলা :  বিজেপি সদর শহর জেলার তরফে আগরতলা শহরে হয় বিক্ষোভ মিছিল।কংগ্রেসের যুব নেতা শাহজাহান ইসলাম রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে সামাজিক মাধ্যমে কুৎসা-অপপ্রচারের পাশাপাশি কুরুচিকর মন্তব্য করেছেন। এর প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামলো ভারতীয় জনতা পার্টি। সোমবার বিকেলে রাজপথে নেমে বিজেপি কর্মীরা ধিক্কার মিছিল করে। প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে থেকে বের হয় ধিক্কার মিছিল। হশ্রের বিভিন্ন পথ পরিক্রমা করে স্লোগান সোচ্চার মিছিল। মিছিল থেকে আওয়াজ উঠে অভিযুক্ত যুব কংগ্রেস নেতাকে গ্রেপ্তারের। মিছিলে যুব অংশের অংশ গ্রহণ ছিল নজরকাড়া। মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি সদর শহর জিলা সভাপতি অসীম, ভট্টাচার্য, যুব নেতা তথা বিধায়ক সুশান্ত দেব সহ অন্যরা। এদিন বিধায়ক সুশান্ত দেব বলেন, কংগ্রেসের যুব নেতার এ ধরণের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবে বিজেপির যুব সংগঠন। তিনি হুঁশিয়ারি দেন, আগামী দিনে বিজেপির কোন নেতার বিরুদ্ধে এমন কুরুচিকর মন্তব্য কেউ করলে শক্ত হাতে দমন করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে কোন ধরণের মন্তব্য বরদাস্ত করা হবে না।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল