আগরতলা : আগরতলার বিভিন্ন হোস্টেল গুলি সরজমিনে ঘুরে দেখেন বিধানসভার এসসি,এসটি ও মাইনোরিটি সর্বদলীয় কমিটির সদস্যরা বুধবার আগরতলার বিভিন্ন হোস্টেল গুলি সরজমিনে ঘুরে দেখেন। এদিন তারা ১১ টি হোস্টেল ঘুরে দেখেন। এই কমিটিতে বিভিন্ন রাজনৈতিক দলের বিধায়করা রয়েছেন। কমিটির সদস্য বিধায়ক রণজিৎ দাস, বিধায়ক জিতেন্দ্র মজুমদার সহ অন্যান্যরা এইদিন আগরতলা শহরের বিভিন্ন ছাত্র ও ছাত্রী নিবাস গুলি সরজমিনে ঘুরে দেখেন। কমিটির চেয়ারম্যান রণজিৎ দাস জানান এসসি, এসটি ও মাইনোরিটিদের জন্য যে সকল উন্নয়নমূলক কাজ চলছে সেই গুলি খতিয়ে দেখা এই কমিটির কাজ। এই কমিটি সবকিছু খতিয়ে দেখার পর কোথাও কোন কাজের ঘাটতি থাকলে সরকারকে পরামর্শ দেওয়া হয়। সব কিছু তারা খতিয়ে দেখেন। কথা বলেন দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে।
আগরতলার বিভিন্ন হোস্টেল গুলি সরজমিনে ঘুরে দেখেন বিধানসভার এসসি,এসটি ও মাইনোরিটি সর্বদলীয় কমিটির
114
previous post