আগরতলা : রাজধানীতে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার গণ্ডাছড়ায়। পানের দোকানের ডিপ ফ্রিজে মিলে ট্রলিতে মৃতদেহ। ঘটনায় গ্রেপ্তার দুই মহিলা সহ ৬ জন। ৮ জুন রবিবার থেকে নিখোঁজ ছিল শরিফুল ইসলাম। ত্রিকোণ প্রেমের শিকার নয়তো শরিফুল। জানা যায় রবিবার রাতে ডাক্তার দিবাকর সাহা নামে এক ব্যক্তি শরিফুলকে গিফট দেওয়ার নাম করে ফোন করে নিয়ে যায়। তারপর থেকে নিখোঁজ ছিল শরিফুল। শরিফুলের পরিবারের পক্ষ থেকে এনসিসি থানায় মিসিং ডায়েরি করা হয়। পাশাপাশি ডাক্তার দিবাকর সাহাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ দফায় দফায় দিবাকরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে গোটা রহস্যের পর্দা ফাঁস করে। তারপর মঙ্গলবার রাতে পুলিশ গ্রেপ্তার করে মোট ৬ জনকে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী বুধবার গণ্ডাছড়ার এক পান দোকানের ডিপ ফ্রিজ থেকে উদ্ধার করা হয় শরিফুলের মৃতদেহ। যুবকের মৃতদেহ উদ্ধারের খবর ইন্দ্রনগর এলাকায় আসতেই শোকের ছায়া নেমে আসে পরিজনদের মধ্যে। দাবি উঠেছে ঘটনার তদন্ত ক্রমে পুলিস যাতে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয় এবং আইন অনুযায়ী শাস্তি হয়। ধারণা প্রণয়ঘটিত কোন কারণেই খুন হতে হয়েছে শরিফুলকে।
গণ্ডাছড়ায় পানের দোকানের ডিপ ফ্রিজে মিলল ইন্দ্রনগরের যুবকের মৃতদেহ
42