শরিফুল ইসলাম খুনকাণ্ডে দোষীদের শাস্তির দাবি

আগরতলা : দোষীদের কঠোর শাস্তির দাবি জানাল এলাকাবাসী।তরতাজা যুবক শরিফুল ইসলাম খুনকাণ্ডে দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানাল এলাকাবাসী। পাশাপাশি সরকার যাতে পরিবারটির পাশে দাঁড়ায় সেই আবেদনও রাখেন তারা। রাজধানীর ইন্দ্রনগরের বাসিন্দা ছিল শরিফুল ইসলাম। পরিবারের আয়ের একমাত্র অবলম্বন ছিল সে। মা- বাবা অসুস্থ। ছোট ভাই-র শারীরিক সমস্যা রয়েছে। এই অবস্থায় তরতাজা যুবক শরিফুল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করা হয়। অভিযোগ নৃশংসভাবে তাকে খুন করে ট্রলি করে দেহ নিয়ে যাওয়া হয় গণ্ডাছড়ায়। সেখানে পানের দোকানে ডিপ ফ্রিজে দেহ লুকিয়ে রেখে দেয় খুনিরা। অভিযোগ দিবাকর সাহা তার বাবা- মা ছয়জন এই ঘটনায় যুক্ত। জানা গেছে ত্রিকোন প্রেমের কারণে খুন হতে হয়েছে শরিফুলকে। পুলিস বৃহস্পতিবার ৬ অভিযুক্তকে আগরতলা আদলতে সোপর্দ করে। এদিন আদালত চত্বরে ভিড় করেন মৃত শরিফুল ইসলামের এলাকাবাসী। তারা জানান এই ঘটনা কিছুতেই মেনে নিতে পারছেন না। এলাকাবাসী দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।পাশাপাশি মৃত যুবকের পরিবারের পাশে সরকার যাতে দাঁড়ায় সেই আবেদনও জানান।

Related posts

চিরাচরিত প্রথা মেনে পুরান হাভেলি চতুর্দশ দেবতা মন্দিরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা

কিশোর বর্মণ মন্ত্রী হিসেবে শপথ নিলেন রাজভবনে

চকলেট চুরির অভিযোগে সুকান্ত দাসকে এক ব্যক্তিকে আটক