আগরতলা : রাজ্যে বিজেপি জমানায় নির্বাচন ছাড়া জোর করে ত্রিস্তর পঞ্চায়েত দখল করা হয়েছে। সেই পঞ্চায়েতের কর্তৃত্ব যাদের হাতে তাদের সম্পত্তি কোথায় ছিল এবং কোথায় এসে দাঁড়িয়েছে। বুধবার সাংবাদিক সম্মেলনে এই প্রশ্ন তুলে সরব হন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। তিনি বলেন সহজেই বোঝা যায় হাজার হাজার কোটি টাকা কোথায় যাচ্ছে। এদিন সাংবাদিক সম্মেলনে কংগ্রেস মুখপাত্র সাড়ে সাত বছরে বিজেপির জমানায় পঞ্চায়েত গুলির বর্তমান অবস্থা নিয়ে সরব হন। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন আদিবাসী কংগ্রেসের ভাইস চেয়ারম্যান অতুল দেববর্মা, প্রদেশ কংগ্রেসের সহসভাপতি শান্তি রঞ্জন দেবনাথ সহ অন্যরা। মুখপাত্র তুলে ধরেন সম্প্রতি কেন্দ্রীয় স্তরে পর্যালোচনায় উঠে আসাস রাজ্যের পঞ্চায়েত গুলি কোন জায়গায় রয়েছে সেই তথ্য।
কেন্দ্রীয় রিপোর্ট তুলে ধরে রাজ্যের পঞ্চায়েত গুলির বর্তমান অবস্থা তুলে ধরলেন কংগ্রেস মুখপাত্র
8