আগরতলা : বুধবার পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া। এর মধ্যে ৬ টি জায়গায় বন্যা ও ৬ জায়গায় ভূমিধস সম্পর্কিত মহড়া হবে। এই মহড়ায় জাতীয় বিপর্যয় মোকাবিলা অথরিটির প্রতিনিধি ও রাজ্যের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গুলি অংশ নেবে।বন্যা ও ভূমিধস সম্পর্কিত রাজ্য স্তরের প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা মহড়া নিয়ে মঙ্গলবার পশ্চিম জেলা শাসক কার্যালয়ে হয় বৈঠক। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গুলির আধিকারিকদের নিয়ে হয় বৈঠক। জেলা শাসক ডঃ বিশাল কুমারের পৌরহিত্যে হয় বৈঠক। মহড়া নিয়ে পশ্চিম জেলা শাসক জানান, সদরে চারটি জায়গায় মহড়া হবে।এর মধ্যে রয়েছে আনন্দনগর, বিদ্যাসাগর, এম বি বি কলেজ লেক ও আই জি এম হাসপাতাল চত্বরে হবে। উল্লেখ্য ২০২৪ সালের আগস্ট মাসে ভয়াবহ বন্যা হয়েছিল রাজ্যে। বিভিন্ন জায়গায় ভুমিধসেও ক্ষতি হয়েছে। এসব নজরে রেখেই এই মহড়ার প্রস্তুতি।
পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া
104
previous post