দক্ষিণ জয়নগরে নড়বড়ে সেতুর স্থানে নতুন বেইলি ব্রিজ – জনগণের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ

আগরতলা : দক্ষিণ জয়নগরের বাসিন্দাদের দীর্ঘদিনের এক সমস্যা অবশেষে সমাধানের পথে। হাওড়া নদীর উপর নড়বড়ে সেতু দিয়ে দীর্ঘকাল চলাচল করতে হতো এলাকাবাসীকে। বছরের অর্ধেক সময় সেতুটি বিপজ্জনক অবস্থায় থাকতো, ফলে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তেন দু’পারের মানুষজন।

 

এই পরিস্থিতি পাল্টাতে সম্প্রতি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের আন্তরিক প্রচেষ্টায় পূর্ত দফতরের উদ্যোগে প্রস্তাবিত হয় নতুন বেইলি ব্রিজ নির্মাণের পরিকল্পনা। এক কোটি ৭৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই সেতুটি, যা দক্ষিণ জয়নগর ও হাওড়া নদীর অপরপ্রান্ত আইরমারা টিলা এলাকার মধ্যে সুষ্ঠু যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 

সোমবার মেয়র দীপক মজুমদার স্বয়ং পরিদর্শনে যান রাস্তা সংস্কার প্রকল্প এলাকা। তাঁর সঙ্গে ছিলেন কর্পোরেটর নিতু গুহ দে, রামনগর বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা ও দফতরের কর্মকর্তারা।

 

এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটায় সন্তোষ প্রকাশ করেছেন। মেয়র দীপক মজুমদার আশ্বাস দিয়েছেন, জনগণের সুবিধার জন্য আগামী দিনেও এই ধরনের উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকবে।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল