প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

আগরতলা : ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত প্রথম ডিভিশন ফুটবল লিগে আজ উমাকান্ত মাঠে অনুষ্ঠিত হয় একটি চমকপ্রদ ম্যাচ, যেখানে মুখোমুখি হয় ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাব। প্রথমার্ধেই ফরোয়ার্ড ক্লাবের পায়ে গোল উঠে এগিয়ে যায় তারা। কিন্তু দ্বিতীয়ার্ধের শেষ দিকেই ম্যাচে ফিরে আসে টাউন ক্লাব এবং একটি দুর্দান্ত গোল করে সমতা ফিরিয়ে আনে।

শেষ পর্যন্ত দুই দলই এক এক গোল করে ম্যাচটি ড্র করে। ফলে নিয়ম অনুযায়ী উভয় দলকেই একটি করে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়। মাঠে উপস্থিত দর্শকরা উপভোগ করেন এক উত্তেজনাপূর্ণ ম্যাচ যেখানে শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে কোনো দলই জয়ের মুখ দেখতে পারেনি।

এই ম্যাচের পর পয়েন্ট টেবিলে উভয় দলই একটি করে গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জন করলো, যা পরবর্তী রাউন্ডের জন্য তাদের অবস্থান মজবুত করতে সাহায্য করবে

।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি

দক্ষিণ জয়নগরে নড়বড়ে সেতুর স্থানে নতুন বেইলি ব্রিজ – জনগণের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ