আগরতলা : মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে গণঅবস্থান কর্মসূচি পালন করে সি.পি.আই (এম-এল) লিবারেশন। এদিনের এই কর্মসূচিতে সংগঠনের পক্ষ থেকে এস.আই.আর (SIR) ও স্মার্ট মিটার বাতিলের দাবি তোলা হয়।
গণঅবস্থান থেকে বক্তারা বলেন, সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থী এই সিদ্ধান্ত সরকারকে প্রত্যাহার করতে হবে। পাশাপাশি তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান। সেই সঙ্গে অনুপ্রবেশকারীর নামে সাধারণ মানুষের ওপর যে চাপ সৃষ্টি করা হচ্ছে, তারও বিরুদ্ধাচরণ করে সংগঠন।
কর্মসূচি চলাকালীন বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে প্যারাডাইস চৌমুহনী চত্বর। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত এধরনের আন্দোলন চলতে থাকবে
।