আগরতলা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হল নব রূপে সজ্জিত উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। সাক্ষি রইল হাজার হাজার ভক্ত। এইদিন মাতার বাড়িতে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, দুই সাংসদ সহ মন্ত্রী সভার প্রায় সকল সদস্য সদস্যা ও বিধায়করা। নব রূপে সজ্জিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের উদ্বোধনের পর এক সাক্ষাৎকারে সাংসদ বিপ্লব কুমার দেব জানান ওনার দীর্ঘ দিনের স্বপ্ন ছিল মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরকে নতুন রূপে সাজানোর। প্রধানমন্ত্রীর কারনে সেইটা সম্ভব হয়েছে। এবং প্রধানমন্ত্রীর হাত ধরে নব রূপে সজ্জিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের উদ্বোধন হল। তাই এইদিনটি ওনার জন্য অত্যন্ত আনন্দের দিন। সোমবার থেকে শুরু হয়েছে নব রাত্রি। আর এই দিনের প্রধানমন্ত্রী রাজ্যে এসেছেন। এইটা রাজ্যবাসির জন্যও ভাগ্যের বিষয়। প্রধানমন্ত্রী এইদিন ধুতি পরিধান করে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজা দিয়েছেন।
প্রধানমন্ত্রীর কারনে নতুন রূপে সেজে উঠেছে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরঃবিপ্লব কুমার দেব
38