নয়া জিএসটি স্ল্যাব নিয়ে এমজি বাজারের ক্রেতা বিক্রেতাদের সাথে মত বিনিময় করলেন সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা : সোমবার দেশ জুড়ে লাগু হল নয়া জিএসটি স্ল্যাব। এতে করে জীবনদায়ী ওষুধ সহ নিত্যপ্রয়োজনীয় বহু সামগ্রীর মূল্য হ্রাস পাবে। উপকৃত হবে নিম্ন বিত্ত, মধ্যবিত্ত সহ ব্যবসায়ীরা। নয়া জিএসটি স্ল্যাব লাগু হওয়ায় মঙ্গলবার সাংসদ রাজীব ভট্টাচার্য রাজধানীর মহারাজগঞ্জ বাজারে গিয়ে ক্রেতা, বিক্রেতাদের সাথে মত বিনিময় করেন। মহারাজগঞ্জ বাজারের ক্রেতা বিক্রেতা উভয়কে সচেতন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। যাতে করে নয়া জিএসটি স্ল্যাব লাগু হওয়ায় ক্রেতা বিক্রেতা উভয়ে সুবিধা ভোগ করতে পারে। এইদিন সাংসদ রাজীব ভট্টাচার্য-র সাথে ছিলেন বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসিম ভট্টাচার্য, প্রদেশ বিজেপির মিডিয়া ইনচার্জ সুনিত সরকার সহ অন্যান্যরা। সাংসদ রাজীব ভট্টাচার্য জানান ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ জুড়ে নয়া জিএসটি স্ল্যাব লাগু করে ভারতবাসিকে একটা উপহার দেন। ২০১৭ সালে জিএসটি কাউন্সিল গঠন করা হয়। সেই সময় জিএসটি-র অনেক গুলি স্ল্যাব ছিল। ২২ সেপ্টেম্বর জিএসটি স্ল্যাব সংস্কার করে মাত্র দুইটি স্ল্যাব রেখেছেন। এতে দেশের মানুষ উপকৃত হবে।

Related posts

CM emphasizes discipline, team spirit through football

Tripura aims for Agricultural self-reliance: Ratan Lal Nath

লোক ভবনে উদযাপন করা হল আসাম রাজ্যের প্রতিষ্ঠা দিবস