প্রতাপগড়ে সিপিআইএম অফিস ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকেঃমুখ্যমন্ত্রী

আগরতলা : মঙ্গলবার দ্বিতীয় দিন অর্থাৎ শেষ দিনের ন্যায় বসে বিধানসভার অধিবেশন। এইদিন বিধায়ক শ্যামল চক্রবর্তী একাধিক ঘটনার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রীর বক্তব্য জানতে চান। বিধায়ক শ্যামল চক্রবর্তীর প্রশ্নের উত্তরে বিধায়ক আবাসে রাতের বেলায় দুষ্কৃতিদের প্রবেশ এবং বিধায়ক ফিলিপ কুমার রিয়াংকে প্রান নাশের হুমকি দেওয়ার বিষয় নিয়ে স্পষ্টীকরণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ১ সেপ্টেম্বর রাত্রি ১০ টা নাগাদ ঘটনা ঘটনার সাথে সাথে এনসিসি থানার পুলিস ঘটনাস্থলে ছুটে যায়। পরবর্তী সময় পশ্চিম জেলার অতিরিক্ত পুলিস সুপারও বিধায়ক আবাসে ছুটে যান। তারা কথা বলেন বিধায়ক ফিলিপ কুমার রিয়াং-এর সাথে। ২ সেপ্টেম্বর এনসিসি থানায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা মামলা দায়ের করা হয়। মামলা দায়ের হওয়ার পর ৪ জনকে গ্রেপ্তার করা হয় আইন মেনে। পরবর্তী সময় আইন মোতাবেক তাদেরকে থানা থেকে জামিনে মুক্তি দেওয়া হয়। কিন্তু মামলা এখনো চলছে। অপরদিকে প্রতাপগড়ে সিপিআইএম অফিস ভাংচুরের বিষয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন এই ধরনের ঘটনাকে কোন সময় বর্তমান সরকার প্রশ্রয় দেয় না। প্রতাপগড়ের ঘটনার পরিপ্রেক্ষিতে পূর্ব আগরতলা থানায় একটি মামলা দায়ের করা হয়। পরবর্তী সময় সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে জেসিবি মেসিনটি বাজেয়াপ্ত করা হয়। এই মামলায় ৩ জনকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতদের আদালতে সোপর্দ করে পুলিস। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

Related posts

CM emphasizes discipline, team spirit through football

Tripura aims for Agricultural self-reliance: Ratan Lal Nath

লোক ভবনে উদযাপন করা হল আসাম রাজ্যের প্রতিষ্ঠা দিবস