আগরতলা : গোলাঘাটি কৃষক আন্দোলনের শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করল সারা ভারত কৃষক সভা। শুক্রবার গোলাঘাটি কৃষক আন্দোলনের শহীদদের ৭৮ তম শহীদান দিবস। দিনটিকে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করল সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি। এইদিন মেলারমাঠস্থিত ছাত্র-যুব ভবনের সামনে দিনটি পালন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর সহ অন্যান্যরা। উপস্থিত সকলে শহীদ বেদিতে ফুল দিয়ে গোলাঘাটি কৃষক আন্দোলনের শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য সম্পাদক পবিত্র কর জানান ১৯৪৮ সালের ১০ অক্টোবর তখন ত্রিপুরা রাজ্যে রাজতন্ত্র ছিল। সেই সময় ত্রিপুরা রাজ্যে অভাব ছিল। তৎকালীন সময় মহাজনরা দাদন দিত। কৃষকরা সংগঠিত হয়ে তার প্রতীবাদ জানায়। বিশালগড়ের মহাজন হরি সাহা এক সরকারি আধিকারিককে সাথে নিয়ে কৃষকদের ন্যায্য মূল্য দেওয়ার নাম করে ধান নিয়ে যায়। পরবর্তী সময় হরি সাহা তৎকালীন বিশালগড় থানার ওসিকে হাত করে অপর একটি নৌকা নিয়ে ধান ক্রয় করতে যায়। হরি সাহা কৃষকদের ধান দিতে বললে, কৃষকরা আগে টাকা দেওয়ার জন্য বলে। এই নিয়ে কথা কাটাকাটি হয়। তখনই অপর একটি নৌকাতে লুকিয়ে থাকা পুলিশ কৃষকদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলে ১৩ জন কৃষক আহত হয়। এবং পরবর্তী সময় তাদের মৃত্যু হয়।
গোলাঘাটি কৃষক আন্দোলনের শহীদদের ৭৮ তম শহীদান দিবস পালন করল সারা ভারত কৃষক সভা
19
previous post