মন্ত্রী রতন লাল নাথের সহানুভূতিপূর্ণ উদ্যোগ; শোকাহত পরিবার ও অসুস্থ প্রাক্তন উপপ্রধান খোঁজখবর নিলেন, পাশে থাকার আশ্বাস

আগরতলা : বিদ্যুৎ, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ আজ দুই পরিবারের বাড়িতে গিয়ে সহানুভূতি ও মানবিকতার নিদর্শন রাখলেন।

 

তিনি একদিকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন, অন্যদিকে এক অসুস্থ প্রাক্তন পঞ্চায়েত উপপ্রধান এর পাশে দাঁড়িয়ে আশ্বাস প্রদান করেন।

 

প্রথমে মন্ত্রী নাথ পূর্ব নোয়াগাঁও এডিসি ভিলেজের অন্তর্গত উড়াবাড়ি গ্রামে তাঁর দীর্ঘদিনের সহযোদ্ধা প্রয়াত শুকুরাম দেববর্মার বাড়িতে যান। সেখানে তিনি প্রয়াতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

 

মন্ত্রী শুকুরাম দেববর্মার অবদান স্মরণ করে বলেন, তিনি ছিলেন এক নিবেদিতপ্রাণ ও বিশ্বস্ত সহকর্মী, যিনি আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর স্মৃতি ও কর্ম সর্বদা শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় থাকবে।

 

এরপর মন্ত্রী বিজয়নগর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান অরুণ ভৌমিকের বাড়িতে যান, যিনি বর্তমানে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। মন্ত্রী কিছু সময় তাঁর সঙ্গে কাটান এবং তাঁকে মানসিকভাবে দৃঢ় থাকার পরামর্শ দেন। তিনি আশ্বাস দেন যে রাজ্য সরকার তাঁর চিকিৎসার জন্য প্রয়োজনীয় সমস্ত সাহায্য করবে।

 

এই উপলক্ষে মন্ত্রী, অরুণ ভৌমিকের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁর পরিবারকে শক্তি ও সাহস জোগানোর প্রার্থনা করেন।

 

মন্ত্রী রতন লাল নাথ পুনরায় উল্লেখ করেন যে, রাজ্য সরকার সর্বদা মানুষের পাশে থাকবে—যে কোনো বিপদের সময়ে, যে কোনো পরিস্থিতিতে।

Related posts

সমাপ্ত হল এনসিসি ১৩ ত্রিপুরা বাহিনীর উদ্যোগে আয়োজিত ১০ দিন ব্যাপী কম্বাইন্ড প্রশিক্ষণ শিবির

অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে এস.ডি.পি.ও আমতলির নিকট ডেপুটেশান প্রদান করল ভারতীয় মজদুর মনিটরিং সেল

North Tripura to benefit from new agricultural schemes: CM